প্রতিষ্ঠান পরিচিতি

আলীনগর উচ্চ বিদ্যালয় বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলায় অবস্থিত একটি অনন্য শিক্ষাপ্রতিষ্ঠান। বিদ্যালয়টি ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত। বিদ্যালয়টি চাঁপাইনবাবগঞ্জ জেলার আলীনগর গ্রামে অবস্থিত হওয়ায় গ্রামের নাম অনুসরণ করে এর নামকরণ করা হয়েছে। বিদ্যালয়ে রাজশাহী শিক্ষাবোর্ড এর অধীনে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষা দেওয়ার ব্যবস্থা আছে। প্রতিষ্ঠানটি নিম্ন মাধ্যমিক পর্যায়ে ১৯৯৭ এবং মাধ্যমিক পর্যায়ে ২০০২ সালে এমপিও ভূক্ত হয়। প্রতিষ্ঠানটি দক্ষ ম্যানেজিং কমিটি, সুদক্ষ প্রধান শিক্ষক ও শিক্ষকমন্ডলি এবং দক্ষ জনবল দ্বারা পরিচালিত। প্রতিষ্ঠাকাল  হতে এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি গৌরবের সাথে  তার সকল কার্যক্রম পরিচালনা করে আসছে।

Scroll to Top