প্রধান শিক্ষক -এর বাণী

আলীনগর উচ্চ বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলাধীন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার অন্তর্গত আলীনগর গ্রামে অবস্থিত। ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয়ে অদ্যবধি অত্র এলাকার শিক্ষার্থীদের  মাঝে শিক্ষার আলো বিতরণ করে আসছে। প্রতিটি শিশুর মধ্যে থাকে অনন্ত সম্ভাবনা। সঠিক পরিচর্যা ও বিকাশের মাধ্যমে এই সম্ভাবনা পরিপূর্ণতা লাভে বিদ্যালয়ের ভূমিকা অনস্বীকার্য।

 আমাদের স্বপ্ন বিদ্যালয়টিকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিনত করা। এই স্বপ্ন বাস্তবায়নের জন্য বর্তমানে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি স্কাউট, গার্লস-গাইড, রেড ক্রিসেন্ট দলগঠন সহ, খেলাধুলা, কবিতা আবৃতি, গান, বিতর্ক, কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ, দেয়ালিকা তৈরী, বিভিন্ন দিবস পালনের ব্যবস্থা করা হয়। যার মধ্যমে বেরিয়ে আসবে সৎ, নিষ্ঠাবান, দায়িত্বশীল, সুশৃংখল এবং কর্মমূখী জ্ঞানসমৃদ্ধ ছাত্র-ছাত্রী। যারা স্বদেশপ্রেম, আত্মপ্রত্যয়, সৃষ্টিশীল চিন্তা-চেতনায় পরিপক্ক হয়ে ভবিষ্যৎ জীবনে প্রতিষ্ঠা লাভ করবে। বিদ্যালয়ের ভাল ফলাফল অর্জনের পাশাপাশি এসব ছাত্র-ছাত্রী কর্মজীবনে প্রতিষ্ঠিত হয়ে যদি তাদের পরিবার, সমাজ, দেশ ও সর্বোপরি গণমানুষের কল্যাণে কিছু করতে পারে তবেই সার্থক হবে আমাদের সব আয়োজন ও প্রয়াস।

 আমি প্রতিষ্ঠান প্রধান হিসেবে এই প্রত্যাশা করি যে, আমরা আমাদের স্বপ্ন পূরণের পাশাপাশি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে এবং প্রতিষ্ঠানের সুনাম ও মর্যাদাকে সমুন্নত রাখতে  পারবো।

 মোহাঃ এতাহার আলী

 প্রধান শিক্ষক,আলীনগর উচ্চ বিদ্যালয়

সদর, চাঁপাইনবাবগঞ্জ।

Scroll to Top